মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন

মো. মনোয়ার হোসেন
ছবি: সংগৃহীত

মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মো. মনোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি দেশটিতে মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের কর্মকর্তা মনোয়ার হোসেন এখন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ২০০১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর তিনি সদর দপ্তরের পাশাপাশি ওয়াশিংটন ও সিঙ্গাপুরে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতকোত্তর এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ কমিউনিকেশনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মো. মনোয়ার হোসেন বিবাহিত এবং এক ছেলের বাবা।