সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী।

আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদনটি জমা দেন।

দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া আবেদনে আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতে আরজি জানানো হয়।

আইনজীবী সালাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে দুদক ব্যবস্থা না নিলে তিনি জনস্বার্থে হাইকোর্টে রিট করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, অভিযোগ সংস্থার (দুদক) সিডিউলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে যান। অবসরের তিন বছরের কাছাকাছি সময়ে এসে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

২০ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়।