সীতাকুণ্ডে কারখানায় বিস্ফোরণ

সীমা অক্সিজেন লিমিটেডের মালিক পারভেজের জামিন মঞ্জুর

পারভেজ উদ্দীন
পারভেজ উদ্দীন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণে হতাহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন ওরফে সান্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গত রোববার জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন পারভেজ। ১৪ মার্চ সন্ধ্যায় তাঁকে নগরের জিইসি মোড় থেকে গ্রেপ্তার করেছিল শিল্প পুলিশ।

৪ মার্চ বিকেলে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ মার্চ সীতাকুণ্ড থানায় মামলা হয়। মামলায় কারখানার ৩ মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

তিন মালিক হলেন সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, তাঁর দুই ভাই কারখানার পরিচালক পারভেজ উদ্দিন ও আশরাফ উদ্দিন।