এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) আয়োজিত ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) অ্যাওয়ার্ডস ২০২৪-এ ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশে এডিবির লিডিং পার্টনার ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সিঙ্গাপুরে এডিবির অংশীদার ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে ৩ সেপ্টেম্বর ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান ও ব্যাংকের সিএফও সাহাবুব আলম খান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দক্ষিণ এশিয়ার ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সের প্রধান স্টিভেন বেক ও ইউনিটপ্রধান নেহা নরোনহার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
ঢাকা ব্যাংক গত অর্থবছরে এডিবির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সর্বোচ্চসংখ্যক আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে সহায়তা করায় বাংলাদেশের সবচেয়ে সক্রিয় অংশীদার ব্যাংক হিসেবে পুরস্কারটি অর্জন করতে সক্ষম হয়েছে।
২০০৯ সাল থেকে ঢাকা ব্যাংক এডিবির টিএসসিএফপি প্রোগ্রামে একটি ইস্যুকারী ব্যাংক হিসেবে তালিকাভুক্ত। বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্যদেশগুলোর ৮৭টি ব্যাংক টিএসসিএফপি প্রোগ্রামের অংশ, যার মধ্যে ১৬টি ব্যাংকই বাংলাদেশের। বিজ্ঞপ্তি