সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে তেমন অভিযোগ আসেনি, তবে দুর্নীতি হলে তদন্ত হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারও ছাড় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির তেমন অভিযোগ আসেনি। তবে দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। বিস্তারিত পড়ুন...

বেশি প্রবাসী আয় আসে যে দেশ থেকে, সে দেশেই কর্মী কমছে

চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে

সৌদি আরবের পর বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। কিন্তু আমিরাতে প্রবাসী কর্মী পাঠাতে বারবার হোঁচট খেতে হয়েছে গত এক যুগে। বিস্তারিত পড়ুন...

সঞ্চয়পত্রে বিনিয়োগে কত মুনাফা

সঞ্চয়পত্র

দেশে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের কাছে নিরাপদ বিনিয়োগ হিসেবে অন্যতম শীর্ষস্থানে সঞ্চয়পত্র। অনেক নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার সঞ্চয়পত্রের মুনাফার টাকায় পরিবারের খরচ চালায়। বর্তমানে সঞ্চয়পত্র কেনা ও মুনাফা উত্তোলনের ব্যবস্থা ডিজিটাল হয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ৭১টি সঞ্চয় ব্যুরো কার্যালয়, বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ডাকঘর ছাড়াও বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো যায়। বিস্তারিত পড়ুন...

চীন, ভারত, পাকিস্তান—কার কাছে কত পারমাণবিক অস্ত্র

চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিয়েনআনমেন স্কয়ারে সামরিক কুচকাওয়াজে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিএফ-৪১ প্রদর্শন করা হয়। ১২ জুন, ২০২৩

ভারত ১৯৭৪ সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। পাকিস্তান এই পরীক্ষা চালায় ১৯৯৮ সালে। তবে পারমাণবিক অস্ত্রের (ওয়ারহেড) সংখ্যায় ভারতের চেয়ে সামান্য পিছিয়ে আছে পাকিস্তান। অন্যদিকে ১৯৬৪ সালে প্রথমবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো চীন অস্ত্রের সংখ্যা বিবেচনায় প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে। বিস্তারিত পড়ুন...

মোস্তাফিজ: ডট ডট ডট ডট...

মোস্তাফিজুর রহমান

শিরোনামটা অদ্ভুত লাগতে পারে। কেউ কেউ ভাবতে পারেন, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে! আসলে ব্যাপারটি তেমন নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা ৮টি দলের পেসারদের মধ্যে গ্রুপ পর্বে মোস্তাফিজ ‘ডট’ বল করেছেন সবচেয়ে বেশি। ৬৭টি! বিস্তারিত পড়ুন...