কর্মব্যস্ত জীবনে ওয়াশিং মেশিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিধেয় কাপড় আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে। তাই পরনের কাপড় হওয়া চাই পরিষ্কার ও পরিপাটি। ঝামেলাহীন ও ঝটপট কাপড় ধোয়া ও শুকানোর জন্য দিন দিন ওয়াশিং মেশিনের ব্যবহার বাড়ছে।
তাই ভালো মানের ওয়াশিং মেশিন কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ওয়াশিং মেশিনের সঠিক ক্যাপাসিটি, ইউজফুল প্রোডাক্ট ফিচারস, কনভেনিয়েন্ট ইউজেস, বিদ্যুৎ সাশ্রয়ী কি না, সার্ভিস ও প্রোডাক্ট ওয়ারেন্টি ইত্যাদি বিবেচনায় রাখা উচিত। সময়ের প্রয়োজনে অবশ্যই সর্বশেষ প্রযুক্তি এবং বিশ্বমানের ফিচারস দেখেই ওয়াশিং মেশিন কিনতে হবে।
আপনার দৈনন্দিন ব্যস্ততার জীবনকে সহজ ও সাবলীল করে দেবে অত্যাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী যমুনা ওয়াশিং মেশিন। যমুনা ওয়াশিং মেশিনে ব্যবহৃত অ্যাডভান্স টেকনোলজি কাপড় ধোয়ার পুরো প্রক্রিয়া, তাপমাত্রা, স্পিনিং ও এফিসিয়েন্সি কন্ট্রোল করে। এ ছাড়া ডিউরেবল ইনভারটার টেকনোলজি ব্যবহারে ওয়াশিং মেশিন সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে। ওয়াশিং মেশিনটিতে আছে লিন্ট ফিল্টার, যা কাপড়ে থাকা যেকোনো কঠিন দাগ সহজে দূর করতে সাহায্য করে।
যমুনা ওয়াশিং মেশিনে হাই টেকনিক টেম্পারড গ্লাস থাকায় এটি টেকসই এবং একই সঙ্গে আপনার ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করবে। এতে আছে সিঙ্গেল অ্যান্ড টুইন টাব, সেমি অটো, ফুল অটো অপশন, যার মধ্য থেকে সহজেই আপনার চাহিদামতো অপশন বেছে নিতে পারবেন। যমুনা ওয়াশিং মেশিনে ৬ থেকে ১০ কেজি পর্যন্ত কাপড় ধোয়া যায়।
যমুনা ওয়াশিং মেশিনে জেট ওয়াশ ফাংশন থাকায় যত ভারী কাপড়ই দেন না কেন, নিজের গতিতেই অন্যান্য কাপড়ের মতোই নিমেষে পরিষ্কার করে ফেলে। শিশুদের কাপড়গুলো আলাদা করে আয়োজন করে ধোয়ার প্রয়োজন নেই। কারণ, যমুনা ওয়াশিং মেশিনে রয়েছে অ্যালার্জি স্টিম ফাংশন, যা যত্নের জিনিস যত্নে রাখে কোমলভাবে।
অটো ডোজিং সিস্টেমের মাধ্যমে যমুনা ওয়াশিং মেশিনে কাপড়ের পরিমাণ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ডিটারজেন্ট ডিস্ট্রিবিউট হয়।
অনেক সময় দেখা যায়, সময়স্বল্পতার কারণে প্রয়োজন অনুযায়ী কাপড় পরিষ্কার করা হয়ে ওঠে না। যমুনা ওয়াশিং মেশিনের কুইক ওয়াশ ফাংশন ব্যবহার করে সময় বাঁচিয়ে পেয়ে যাচ্ছেন পরিষ্কার কাপড় মাত্র ১৫ মিনিটে।
আর বিদ্যুৎ বিল নিয়ে ভাবতেই হয় না। কারণ, এতে রয়েছে ডিউরেবল ইনভারটার টেকনোলজি। ফলে বিদ্যুৎ চলে গেলেও এতে থাকা মেমোরি ব্যাকআপ ফাংশন বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেয়।
১. ওয়াশিং মেশিনটি সমান্তরাল জায়গায় রাখুন।
২. ওয়াশিং মেশিনে পানি ও বৈদ্যুতিক লাইন সংযুক্ত আছে কি না, নিশ্চিত করুন।
৩. ওয়াশিং মেশিনে থাকা বিভিন্ন সুইচ বা বাটনগুলোর কোনটির কী কাজ, তা আগেই জেনে রাখুন।
৪. ওয়াশিং মেশিনে দেওয়ার আগে অবশ্যই ধরন অনুযায়ী কাপড় আলাদা করে নিন। হালকা, সাদা ও রঙিন কাপড় আলাদা করে নিন।
৫. কাপড় দেওয়ার সময় কাপড়ের সঙ্গে যাতে কোনো ধাতব পদার্থ না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ রাখতে হবে।
৬. অনেকগুলো কাপড় একসঙ্গে দেওয়া উচিত নয়।
৭. অটোমেটিক ওয়াশিং মেশিন হলে আগেই ডিটারজেন্ট সরবরাহ করে রাখুন, আর ম্যানুয়াল হলে কোন কাপড়ে কী পরিমাণ ডিটারজেন্ট প্রয়োজন, তা জেনে নিন।
৮. কাপড় ধোয়া সম্পূর্ণ হলে অবশ্যই মেশিনটি ভালোভাবে ধুয়ে নিন।
১. বাথরুম কিংবা স্যাঁতসেঁতে জায়গায় ওয়াশিং মেশিন না রাখা।
২. খর পানিতে ডিটারজেন্টের ফেনা ঠিকমতো হয় না, তাই এটি ব্যবহার না করা।
৩. ভেজা কাপড় ওয়াশিং মেশিনে না রাখা।
৪. অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট না দেওয়া।
তাই সহজ জীবন নিশ্চিত করতে আপনি বেছে নিতে পারেন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যমুনা ওয়াশিং মেশিন, যা আপনার ব্যস্ত জীবনের কাপড় ধোয়ার কাজকে করে দেবে সহজ। যমুনা ওয়াশিং মেশিন কিনলে রয়েছে ফ্রি হোম ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন এবং সহজ কিস্তি সুবিধা। বিস্তারিত জানতে ভিজিট করুন আপনার নিকটস্থ যমুনার যেকোনো প্লাজা। অনলাইনে কিনতে ভিজিট করুন।