বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ৩৬ শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির এ উদ্যোগে সহযোগিতা দিয়েছে বুয়েট।
পুরস্কার প্রদান উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বুয়েটের স্থাপত্য বিভাগের ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩৬ শিক্ষার্থীকে চারটি বিভাগে পুরস্কার হিসেবে স্মারক, সনদ ও বৃত্তি প্রদান করা হয়।
পুরস্কারের চারটি ক্যাটাগরি হলো ‘বার্জার ট্রাভেল গ্রান্ট’, ‘বার্জার বেস্ট পোর্টফোলিও’, ‘বার্জার প্রমিসিং ডিজাইনার’ ও ‘বার্জার বেস্ট ডিজাইন’।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা এ কে এম সাদেক নওয়াজ।
এ ছাড়া বুয়েটের সহ উপাচার্য আব্দুল জব্বার খান, স্থাপত্য বিভাগের প্রধান মোহাম্মদ জাকিউল ইসলাম, বিভাগের অধ্যাপক ও পুরস্কার প্রদান কমিটির পরিচালক নাইমা খান, সহকারী অধ্যাপক ও পুরস্কার প্রদান কমিটির সদস্য সচিব আহমেদ-আল-মুহাইমিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্জারের এমডি রূপালী চৌধুরী বলেন, ‘আমাদের তরুণ স্থপতিরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তাদেরকে স্বীকৃতি ও সহায়তা দিতে পেরে সম্মানিত বোধ করছি।’
স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও কাজের ব্যবহারিক জগত সম্পর্কে তাদের ধারণা দিতে ২০০৭ সালে এই পুরস্কার প্রদানের উদ্যোগ নেয় বার্জার পেইন্টস।