সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বিরোধিতার মধ্যেই কাল চালু হচ্ছে ‘প্রত্যয়’, কী আছে নতুন এই পেনশন কর্মসূচিতে-সংক্রান্ত খবরটি। এ ছাড়া আন্তর্জাতিক, মতামত, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বিরোধিতার মধ্যেই কাল চালু হচ্ছে ‘প্রত্যয়’, কী আছে নতুন এই পেনশন কর্মসূচিতে

পেনশন
প্রতীকী ছবি

বিরোধিতার মধ্যেই আগামীকাল ১ জুলাই চালু হচ্ছে নতুন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’। এই পেনশন স্কিম যাতে চালু না হয়, সে লক্ষ্যে আন্দোলন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আগামীকাল থেকেই কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি দিয়ে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে এটি চালু করতে অনড় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বিস্তারিত পড়ুন...

এনবিআরের সেই কর্মকর্তা ফয়সালকে বগুড়ায় বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল

দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ করার অভিযোগ ওঠা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। আজ রোববার বিকেলে এই আদেশ জারি করেছে এনবিআর। বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ হবে তাঁর নতুন কর্মস্থল। বিস্তারিত পড়ুন...

কেমন ছিল প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সম্পর্ক

ফখরুদ্দীন আহমদ ও মইন ইউ আহমেদ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নিজের কর্মজীবন নিয়ে ‘বিচার ও প্রশাসন: ভেতর থেকে দেখা’ নামে একটি বই লিখেছেন। তাঁর মতামত হচ্ছে, ওয়ান-ইলেভেন অনিবার্য ছিল। সরকারে সামরিক বাহিনীর সম্পৃক্ততাও অনিবার্য ছিল। কিন্তু সেনানায়ক ও সেনা কর্মকর্তারা কাঙ্ক্ষিত প্রজ্ঞা প্রদর্শনে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন।বিস্তারিত পড়ুন...

ইরানের যুদ্ধের হুঁশিয়ারিতে নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়তে বলল সৌদি আরব

লেবাননে সৌদি আরবের দূতাবাস গতকাল বলেছে, তারা দক্ষিণ লেবানন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখছে ও নিজেদের নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

দক্ষিণ লেবাননের চলতি ঘটনাপ্রবাহের ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখা হচ্ছে বলে গতকাল শনিবার লেবাননে সৌদি আরবের দূতাবাস জানিয়েছে। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। বিস্তারিত পড়ুন...

এটাই যেন নিয়তি—তাঁরা দলকে জয়ের প্রান্তে নিয়ে যাবেন, বুমরা সেই জয় লুট করবেন

বুমরার হাতে বিশ্বকাপ ট্রফি

ক্রিকেট খেলাটাই যেন কেমন! ঘুরেফিরে ব্যাটসম্যানদেরই খেলা। দিন শেষে ব্যাটসম্যানদের কৃতিত্বটাই কেন যেন বড় করে দেখা হয়। নইলে কী আর গতকালকের ফাইনালে যশপ্রীত বুমরা ম্যাচসেরা না হয়ে পারেন! বিস্তারিত পড়ুন...