বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া-বিজেআইএমের লোগো
বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া-বিজেআইএমের লোগো

প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বিক্ষোভের ঘটনায় বিজেআইএমের উদ্বেগ

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। আজ সোমবার এক বিবৃতিতে তারা এ উদ্বেগ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রথম আলো ও ডেইলি স্টারে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিজেআইএম বিশেষভাবে উদ্বিগ্ন। তা ছাড়া রোববার সন্ধ্যায় ঢাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘটিত সংঘর্ষকে অপ্রয়োজনীয় মনে করছে বিজেআইএম। এটা কোনো ভালো ফল দেবে না বলে মনে করে সংগঠনটি।

স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারের বিষয়টি উল্লেখ করে বিজেআইএম বয়স, জাতি, ধর্ম-বর্ণ ও মতবাদনির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা পাওয়ার অধিকারের ওপর গুরুত্ব আরোপ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষের সোচ্চার একটি সংগঠন হিসেবে বিজেআইএম বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে তাদের বক্তব্য উপস্থাপনের আহ্বান জানিয়েছে। যাতে সংবাদমাধ্যমের কোনো সদস্যের জন্য হুমকি বা তাঁর বিরুদ্ধে উসকানি হিসেবে কাজ না করে।