খাগড়াছড়িতে বিকাশের উদ্যোগে এবং প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ৮টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৯৮০টি বই বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের স্কাউট ভবনের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা ও আইনজীবী মো. রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন প্রথম আলো খাগড়াছড়ি বন্ধুসভার সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, বর্তমান সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইসরাফিল খন্দকার, ভাইবোন ছড়া মিলেনিয়াম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল সালাম, বন্ধুসভার সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
বই পেয়েছে জেলার যৌথ খামার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি আদর্শ উচ্চবিদ্যালয়, ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চবিদ্যালয়, দীঘিনালা নারাইছড়িমুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মানিকছড়ি বিশাখা বেসরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সাঁওতাল লাইব্রেরি, জ্ঞানদ্বীপ পাঠাগার ও ধম্মাছাড়া পাঠাগার।
বিকাশ এ বছর সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।