অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এডাস্ট) অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদের আয়োজনে এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় সোমবার এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য জাহাঙ্গীর আলম। মানসিক স্বাস্থ্য ও মানসিক চাপ প্রতিকার, প্রতিরোধ এবং আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করেন মেডিকেল কলেজ ফর উইমেনের সহযোগী অধ্যাপক চিরঞ্জীব বিশ্বাস।
একজন মানুষ কীভাবে মনের যত্ন নেবেন, মাদক অথবা ইন্টারনেটের ওপর আসক্তি কীভাবে দূর করা যায়, সুন্দর ও সুস্থ জীবনের গুরুত্ব, বেঁচে থাকার আনন্দের মতো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান।
বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির (বিসিপিএস) কার্যনির্বাহী সদস্য জোহোরা পারভীন ‘মনের যত্নে বন্ধু, পরিবার ও স্বজনের ভূমিকা’র বিষয়ে কর্মশালায় নিয়ে আলোচনা করেন।
উপাচার্য জাহাঙ্গীর আলম বলেন, ‘সবার মধ্যে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা। শিক্ষকদের দায়িত্ব হলো, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা এসব প্রতিভা বিকশিত করার কাজে সহযোগিতা করা।’
কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন। তরুণদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা কীভাবে নিশ্চিত করা যায়, এ বিষয়ে নজর দেওয়ার জন্য শিক্ষকদের আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিংয়ের পরামর্শ দেন তিনি।
আরও উপস্থিত ছিলেন এডাস্ট প্রথম আলো বন্ধুসভার সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক সানজিদা আক্তার, প্রধান উপদেষ্টা মাসুদুল হাসান, জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা জান্নাতুল বাকের, ঢাকা মহানগর বন্ধুসভার সাবেক সভাপতি সোলায়মান কবীর, উপদেষ্টা মাহবুব পারভেজ, প্রথম আলো ট্রাস্টের প্রতিনিধি গোলাম রব্বানী, ইউনিমেড ইউনিহেলথের সামী মাহবুব প্রমুখ।
কর্মশালায় অংশ নেওয়া ৮০ জন শিক্ষার্থীকে সনদ দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।