কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে গোসলে নেমে মাদ্রাসাপড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু শিক্ষার্থী। নিহত শিশুর নাম নুর কামাল (১০)। সে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।
নিখোঁজ অপর দুই শিশু হলো একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। তিনজন শিক্ষার্থী টেকনাফ সদর ইউনিয়নের আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার শিক্ষার্থী।
আজ রোববার দুপুর দেড়টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্ট সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটেছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজ দুপুরে টেকনাফ সদরের বিচ পয়েন্ট সমুদ্রসৈকতে একই এলাকার ১০-১৫ জন শিশু ফুটবল খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তাঁরা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে নুর কামাল নামের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনায় আরও নিখোঁজ রয়েছে দুই শিশু। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুকুল কুমার নাথ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি দল এসেছে। সঙ্গে সঙ্গে কোস্টগার্ডসহ আমরা নিখোঁজ থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা করছি।’