বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বুধবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ অনুসন্ধান চলমান। আয়কর আইন–২০২৩ অনুযায়ী তাঁদের আয়কর বিবরণী জব্দ করা প্রয়োজন। আদালত শুনানি নিয়ে তাঁদের আয়কর নথি জব্দের আদেশ দেন।