রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন আজ শুক্রবার বিকেলে এই আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক এশারত আলী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে তেজগাঁও থানায় দায়ের করা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিনকে (২১) গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, শিক্ষার্থী রমিজ উদ্দিন হত্যা মামলায় সাবেক খাদ্য মন্ত্রীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনা রহস্য উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাধন চন্দ্র মজুমদারকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন। এ ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় সাধন চন্দ্র মজুমদারের নাম রয়েছে।
সাবেক এই খাদ্যমন্ত্রীকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসন থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন সাধন চন্দ্র মজুমদার। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৮ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান সাধন চন্দ্র মজুমদার। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারেরও খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।