সাবেক কাউন্সিলর এফ আই কবির আহমদ
সাবেক কাউন্সিলর এফ আই কবির আহমদ

দুদকের অভিযোগপত্র

সরকারি জমির মালিক সেজে লাখ টাকা ভাড়া আদায় সাবেক কাউন্সিলরের

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এফ আই কবির আহমদ ওরফে মানিক, তাঁর স্ত্রী তাহেরা কবিরসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক ফয়সাল কাদের চট্টগ্রাম আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, নগরের লালখান বাজার মতিঝর্ণায় ওয়াসার পুরোনো পানির ট্যাংক এলাকায় সরকারি পাহাড়ের পাদদেশে সরকারি জমিতে ভবন তৈরি করে ভুয়া মালিক সেজে ভাড়া আদায় করেন সাবেক কাউন্সিলর কবির আহমেদ ও তাঁর স্ত্রী। এ ঘটনায় করা মামলায় তাঁরা দুজনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। এটি গ্রহণের শুনানির জন্য এখনো তারিখ পড়েনি।

২০২১ সালের ৮ নভেম্বর দুদক চট্টগ্রামের সাবেক সহকারী পরিচালক আবু সাঈদ বাদী হয়ে কবির আহমদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। তদন্ত শেষে আজ অভিযোগপত্র দেওয়া হয়। এতে বলা হয়, লালখান বাজার মতিঝর্ণা এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জাগো ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের বিদ্যালয় রয়েছে। কবির আহমদকে এককালীন ভাড়া বাবদ ২৮ লাখ ১১ হাজার টাকা পরিশোধ করে জাগো ফাউন্ডেশন। সরকারি জমির ভুয়া মালিক সেজে তিনি এই টাকা গ্রহণ করেন। তাঁর স্ত্রী তাহেরা কবির গ্রহণ করেন আরও ৯ লাখ ৫৪ হাজার টাকা।