দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে ২১ সেপ্টেম্বর অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ (পথনকশা) তুলে ধরবেন।
এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ বিষয়ে গতকাল মঙ্গলবার একটি স্মারক জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এতে বলা হয়, প্রধান বিচারপতি ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেছেন। এমতাবস্থায় ওই দিন সকাল ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে (মনোনীত একজন সিনিয়র জুডিশিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করে কর্মস্থলে অবস্থানের নির্দেশনা দিয়ে) যথাসময়ে ওই অভিভাষণে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।