সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩১ ডিসেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘জাতীয় বেইমান’ প্রসঙ্গে যা বললেন শমসের ও তৈমুর

তৈমুর আলম খন্দকার (বাঁয়ে) ও সমশের মবিন চৌধুরী
ফাইল ছবি

নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে তৃণমূল বিএনপির কিছু প্রার্থী বিরূপ মন্তব্য করছেন বলে মনে করেন দলটির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। অন্যদিকে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার প্রশ্ন তুলেছেন, দলের প্রার্থীরা ভোটের মাঠ ছেড়ে ঢাকায় কী করছেন? বিস্তারিত পড়ুন...

নির্বাচন বাতিলের দাবিতে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র

রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেছেন আকাশ বিশ্বাস
ছবি: প্রথম আলো

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকার গঠন ও সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে একক অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এই নির্বাচনকে ‘একদলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি৷ বিস্তারিত পড়ুন...

ঢাকায় লার্ভা বেড়েছে তিন গুণ, ডেঙ্গু পরিস্থিতি নাজুক হওয়ার শঙ্কা

এডিস মশার লার্ভা

ঢাকার দুই সিটিতে বর্ষা-পরবর্তী এডিস মশার লার্ভা বা শূককীট জরিপে ভীতিকর ফল পাওয়া গেছে। চলতি ডিসেম্বরের জরিপে দেখা গেছে, এখানকার বাড়িঘরে লার্ভার উপস্থিতি গত বছরের বর্ষা–পরবর্তী সময়ের চেয়ে প্রায় তিন গুণ বেড়েছে।
বিস্তারিত পড়ুন...

বিএনপিকে কাছে টানার চেষ্টা, কফি পান ও ফুলের মালা

নির্বাচন সামনে রেখে যখন এক পক্ষ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, আরেক পক্ষ তাদের ভোটকেন্দ্রে না আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছে, তখন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামালউদ্দিন আহমদই সঠিক কথাটি বলেছেন। বিস্তারিত পড়ুন...

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার ‘রইছ’ এখন কোথায় আছেন, কেমন আছেন

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনয়শিল্পী বিজয় চৌধুরী। সিনেমাটিকে সেরা মুক্তিযুদ্ধের সিনেমার একটি হিসেবে বিবেচনা করা হয়। বিস্তারিত পড়ুন...