জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক

ড. ইউনূসের সঙ্গে যা ঘটছে, সে খবরে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন

বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যেসব ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে, তাতে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলা হয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল সকালে সাংবাদিকদের বলেছেন, সরকারদলীয় লোকজন তাঁর গ্রামীণের সব কার্যালয় দখল করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানেন যে তাঁর (মুহাম্মদ ইউনূস) বিরুদ্ধে নতুন অভিযোগপত্র দিয়েছে সরকার। তাঁর গুরুতর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব কি জানেন?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তাঁরা খুব ভালো করেই অবগত। আবার বলতে হচ্ছে, ইউনূস বছরের পর বছর জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক উভয়ভাবে জাতিসংঘের পক্ষ সমর্থন করে যাচ্ছেন। সাধারণভাবে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যকেন্দ্রিক বেশ কিছু উদ্যোগে তিনি সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি জাতিসংঘের উন্নয়নকাজে সহায়তা করছেন। তাঁর সঙ্গে সম্পর্কিত ঘটনাবলি নিয়ে যে খবরাখবর বাংলাদেশ থেকে তাঁরা আসতে দেখেছেন, তাতে তাঁরা খুবই উদ্বিগ্ন।