কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কারের আদেশ স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল থাকছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম স্থগিতাদেশ দেননি। তবে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈনের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ২ আগস্ট ইকবালকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। ইকবাল দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক।
বহিষ্কারের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন ইকবাল। প্রাথমিক শুনানি নিয়ে ১৪ আগস্ট হাইকোর্ট রুল দিয়ে সাময়িক বহিষ্কারের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও মাহবুব শফিক। ইকবালের পক্ষে শুনানি করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও অনীক আর হক, সঙ্গে ছিলেন আইনজীবী শিহাব উদ্দিন খান।
পরে আইনজীবী শিহাব উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ইকবালকে সাময়িক বহিষ্কারের আদেশ স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারে বলে নির্দেশনা দিয়েছেন আদালত। ফলে ইকবাল তাঁর বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন।