রোকেয়া হলের ফটকে বিক্ষোভ করছেন একদল ছাত্রী
রোকেয়া হলের ফটকে বিক্ষোভ করছেন একদল ছাত্রী

রোকেয়া হলের ফটকে বিক্ষোভ করছেন ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছেন। এর মাত্র ১০০ মিটার দূরে রোকেয়া হলের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একদল ছাত্রী। তাঁরা ছাত্রলীগকে লক্ষ্য করে নানা স্লোগান দিচ্ছেন।

কোটা সংস্কার আন্দোলনের সমর্থক রোকেয়া হলের এই ছাত্রীরা বিকেল থেকেই ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষোভে তাঁরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই’, ‘ক্যাম্পাসে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘বাধা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন।

সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কয়েক শ পুলিশের একটি দল রোকেয়া হলের সামনের সড়ক দিয়ে চানখাঁরপুলের দিকে গেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন ছাত্রীরা। ৭টা ২০ মিনিটে ওই সড়ক দিয়ে পুলিশের দুটি সাঁজোয়া যান টিএসসি থেকে চানখাঁরপুলের দিকে যেতে দেখা গেছে।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ সমাবেশ করে। সমাবেশ শেষ হলেও নেতা-কর্মীরা সেখানেই অবস্থান করছেন। এরই মধ্যে তাঁদের হাতে স্টাম্প বিতরণ করা হয়েছে। চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে এগোলে তাঁরা তখন বাধা দেবেন বলে জানা গেছে।