টেকনাফে তিন কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মিয়ানমারের দুই যুবককে গ্রেপ্তার করেছেন বিজিবির সদস্যরা
টেকনাফে তিন কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মিয়ানমারের দুই যুবককে গ্রেপ্তার করেছেন বিজিবির সদস্যরা

টেকনাফে ১৫ কোটি টাকার আইসসহ মিয়ানমারের দুই তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথমহ (আইস) দুজন মাদক পাচারকারী মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীয়াপাড়া অস্থায়ী তল্লাশিচৌকি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মিয়ানমারের মংন্ডু টাউনশিপের মংনিপাড়ার বাসিন্দা ইমান হোসেনের ছেলে মো. আলম (১৯) ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. আয়াছ (২১)। আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেলে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পাওয়া যায়। পরে নোয়াখালীয়াপাড়ায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ থেকে হাজমপাড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির জন্য থামানো হয়। পেছনে বসা দুজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁদের শরীর তল্লাশি করা হয়। এ সময় তাঁদের হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি বলেন, মাদক ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার মিয়ানমারের দুজন মাদক পাচারকারীকে আজ বিকেলের মধ্যে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।