সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ ডিসেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ১৩ ডিসেম্বর, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে’ বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় এক আলোচনা সভায় মির্জা ফখরুল সরকারের প্রতি এ আহ্বান জানান। বিস্তারিত পড়ুন...

সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি: বাংলাদেশ নিয়ে প্রশ্নে জন কারবি

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কারবি

বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কারবি এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

পাতাল ট্রেনে খোয়ালেন মুঠোফোন, পরে জানলেন অ্যাকাউন্টের সব অর্থ গায়েব, নেওয়া হয়েছে ঋণ

লন্ডনের পাতাল ট্রেনের স্টেশনে ট্রেনের অপেক্ষায় এক যাত্রী

নিয়ল ম্যাকনামি থাকেন যুক্তরাজ্যের লন্ডনে। একদিন পাতাল ট্রেনে ভ্রমণ করছিলেন তিনি। হাতে ছিল মুঠোফোন। এক মনে স্ক্রলিং করছিলেন। ট্রেনের দরজা বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে বাধে বিপত্তি। হঠাৎ ছোঁ মেরে তাঁর হাত থেকে মুঠোফোনটি কেড়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। বিস্তারিত পড়ুন...

মাহমুদউল্লাহ হারতে হারতে কোথায় যেন জিতে যান

অ্যাকশনে মাহমুদউল্লাহ। আরও একটি ফিফটি, আরও একবার বাংলাদেশের হার। কাল রাতে ওয়ার্নার পার্কে

নতমস্তকে ব্যাটিংয়ে নামা, আউট হয়েও নিচু মাথায় ফেরা। হারের পর ফিল্ডিং শেষে মাঠ ছাড়ার সময়ও মাথাটা তাঁর নিচুই থাকে। সম্ভবত মাথা নিচু রাখাটাই তাঁর অভ্যাস। অদৃষ্টের পরিহাসও যেন তা-ই। খুব কম সময়ই মাথাটা উঁচু হয়েছে নিজে পারফরম্যান্স করার পর দলের জয়ে। বিস্তারিত পড়ুন...

আল্লু অর্জুন গ্রেপ্তার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘পুষ্পা’ তারকা

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে

বক্স অফিসে দাপটের সঙ্গে চলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। তাই এই প্যান ইন্ডিয়া তারকা এখন সাফল্যের জোয়ারে ভাসছেন। কিন্তু এরই মধ্যে একটি দুঃসংবাদ আল্লু ও তাঁর অগণিত ভক্তের জন্য। দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নিয়ে গেছে।
বিস্তারিত পড়ুন...