পুলিশ সদর দপ্তর
পুলিশ সদর দপ্তর

বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে তৈরি জন–আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: পুলিশ সদর দপ্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে তৈরি জন–আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের এ ক্ষেত্রে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশের সেবা হবে হয়রানিমুক্ত, জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ সদর দপ্তর বলছে, ছাত্র-জনতার ওপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে ১ হাজার ৬৯৫টি মামলা হয়েছে। গত সরকারি দলের নেতৃস্থানীয় ৭৪ জনসহ চলতি অক্টোবর মাসে ৩ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় যাঁরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও মামলা, গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।