চলতি বছর সুলতান জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করার পরিকল্পনা নিয়েছে জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদ্যাপন কমিটি।
জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদ্যাপন কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পী সুলতান তাঁর জন্মশতবর্ষের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বিশেষভাবে প্রাসঙ্গিক। বৈষম্যবিরোধী চেতনার নন্দন-বীজ নিহিত আছে শিল্পী সুলতানের কাজে। শোষণের বিরুদ্ধে বাংলাদেশের ভূমিপুত্র-কন্যাদের বিদ্রোহী উত্থানের মহাকাব্যিক একেকটি গাথারূপে পাঠ করা যায় সুলতানের শিল্পকর্ম। সাম্য আর সৌন্দর্যের যুগল শিল্পভাষার এক মহান স্রষ্টা শিল্পী সুলতান বারবারই তারুণ্য আর কৃষিসভ্যতার বিদ্রোহী উত্থানপর্বের রূপকল্প তুলে ধরেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদ্যাপন কমিটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থানকে পূর্ণ সমর্থন করে। দেশের বর্তমান ক্রান্তিলগ্নে ১০ আগস্ট শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে না পারার জন্য কমিটি দুঃখ প্রকাশ করছে। তবে এ বছর সুলতান জন্মশতবার্ষিকীর দুই বছরব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবার অংশগ্রহণে সুলতান জন্মশতবার্ষিকী পালিত হবে।