তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মুয়াজ মাহমুদ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মুয়াজ মাহমুদ

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ মাহমুদ

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর ছাত্র।

গত বুধবার (৩০ অক্টোবর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মুয়াজ মাহমুদ।

হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে করে বরণ করে নেওয়া হয়

এর আগে গত ২১ আগস্ট পবিত্র মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করেন মুয়াজ মাহমুদ।

মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার ছাত্ররা এর আগেও দুবাই, সৌদি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায়ও এই মাদ্রাসার শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল করেছেন।