রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী রেবেকা সুলতানা এবং অন্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসালসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
১৫ দিনের সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।
রাষ্ট্রপ্রধানের আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।