হাসপাতালে ডেঙ্গু রোগী
হাসপাতালে ডেঙ্গু রোগী

এক দিনে ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৩ জনের

প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এক দিনে ৯০০ নতুন রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন। তাঁদের নিয়ে এ বছর ডেঙ্গুতে ৯৯ জনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ৩৭২ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৬ হাজার ৯৩৮।

আক্রান্তের পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুও বাড়ছে। প্রতিদিন মৃত্যুর সংবাদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল তিনজনের মৃত্যুর সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে ১৬ অক্টোবর মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আসাদ শিকদার নামের ওই চিকিৎসক রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের উচ্চতর ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিকে অনাকাঙ্ক্ষিত বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় সব জেলাতে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে। রোগীর সংখ্যা কমাতে হলে দেশবাসীকে নিজের আঙিনা পরিষ্কার রাখতে হবে, বাড়ির কোথাও পানি যেন জমে না থাকে এমন উদ্যোগ নিতে হবে। তবে মশা নিধনের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের দায়িত্ব রয়েছে।