আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হলো প্রয়াত সংস্কৃতিজন হাসান আরিফকে। হাসান আরিফ স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠানটি হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রয়াত সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফের জন্মদিন উদযাপনে ‘হাসান আরিফ অন্তরে মম’ শিরোনামে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। হাসান আরিফের জন্ম ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর।
আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ ও স্পন্দনের শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশন এবং প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। আয়োজনে উপস্থিত হয়ে প্রয়াত হাসান আরিফকে স্মরণ করেছেন নাট্যজন মামুনুর রশীদ, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কবি মুহম্মদ সামাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্বর বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। তাঁদের বক্তব্যে উঠে আসে দেশের সংস্কৃতিতে হাসান আরিফের অবদানের কথা। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান আরিফের পরিবারের সদস্যরা।
নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিল্পী হাসান আরিফ দেশের আবৃত্তিচর্চায় রেখে গিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আবৃত্তিশিল্পী, সংগঠক হাসান আরিফ দেশের সাংস্কৃতিক আন্দোলনগুলোয় সব সময় ছিলেন সক্রিয়। ২০২২ সালের ১ এপ্রিল তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন।