সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি সব বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা।
আগামীকালের মধ্যে এসব দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি হচ্ছে।
গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। কিছু কর্মসূচি পালনের পর ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। এর পরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত সপ্তাহে টানা তিন দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রত্যয় স্কিমের বিরুদ্ধে গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটেও শিক্ষকনেতারা জোরালো বক্তব্য দেন।
কর্মবিরতি চলাকালে কাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ফটকে সংবাদ সম্মেলন করবেন শিক্ষকেরা। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদও কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে।
এত দিন কর্মবিরতি পালিত হলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো এর আওতার বাইরে ছিল। কিন্তু সোমবার থেকে যে সর্বাত্মক কর্মবিরতি শুরু হচ্ছে, সে সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত থাকবেন শিক্ষকেরা। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়া আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘দাবির বিষয়ে সরকারের কোনো পর্যায় থেকে আমরা এখনো কোনো আশ্বাস পাইনি। ফলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার পূর্ণদিবস কর্মবিরতি এবং সোমবার থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি।’