বান্দরবানের রুমা উপজেলার সৈকতপাড়া এলাকায় আজ বুধবার যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন।
আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথবাহিনীর অভিযানকালে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।