শিখো-প্রথম আলো আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
শিখো-প্রথম আলো আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে

‘স্বপ্ন দেখতে হবে, দেশকে ভালোবাসতে হবে’

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে শিখো-প্রথম আলো আয়োজনে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল, প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সানজিদা ইসলাম, আশিফুল হক, মাহমুদুল ইসলাম ও তাছনিম বিনতে নূহনিহা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল বলেন, ‘তোমাদের পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে। পরিশ্রম না করলে তোমরা সফল হতে পারবে না। তোমাদের অধ্যবসায়কে গুরুত্ব দিতে হবে। নৈতিকতায় অনেক উচ্চতায় যেতে হবে তোমাদের।’

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করছেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে

প্রবীণ শিক্ষাবিদ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ বলেন, ‘সব সময় চিন্তা করবে তোমার চেয়ে দরিদ্র, অসহায় আরও আছে। ওপরে চিন্তা করবে না। স্বপ্ন দেখতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশপ্রেমই সবচেয়ে বড় সম্পদ।’

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ প্রাপ্তদের কৃতী সংবর্ধনা। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ ও সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।