সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। আজ সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ নিয়ে একাধিক প্রতিবেদন আছে আজ। প্রচণ্ড গরমের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণার পর এবার মাধ্যমিক বিদ্যালয় আগামীকালের জন্য বন্ধের ঘোষণা এল। আজ এ-সংক্রান্ত প্রতিবেদনটিতে পাঠকের বিপুল সাড়া লক্ষ করা গেছে। বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের শিল্প উৎপাদন ও পরিষেবা—এ দুই খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদনেও পাঠকের আগ্রহ দেখা গেছে। এর বাইরে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে।

সময় যত বাড়ছিল, আহাজারি বাড়ছিল হতাহতদের স্বজনদের

দুর্ঘটনায় সাধু মিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী জোসনা বেগম ও স্বজনেরা। আজ বুধবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে

আজ ভোরে দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা সবাই ঢালাইয়ের শ্রমিক ছিলেন। তাঁরা সিলেট নগরের আম্বরখানা থেকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। বিস্তারিত পড়ুন...

প্রচণ্ড গরমের কারণে আগামীকাল বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা

আজ নতুন সিদ্ধান্ত হলো আগামীকাল বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ আজ বুধবার এ কথা জানান। বিস্তারিত পড়ুন...

আমদানি নিয়ন্ত্রণ ও জ্বালানিসংকটে চাপে পড়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বলেছে, আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য ব্যাহত যাওয়া ও বিনিময় হারের চাপ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশসহ নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা আমদানির ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছিল। ফলে এসব দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব পড়ে। বিস্তারিত পড়ুন...

বার্সেলোনার ওপর বিরক্ত মেসি, সিদ্ধান্ত চান দ্রুতই

বার্সেলোনার ওপর বিরক্ত মেসি

লাপোর্তার সঙ্গে গতকাল আধঘণ্টার একটি বৈঠক করেন মেসির বাবা। বার্সেলোনা সভাপতির বাড়িতেই অনুষ্ঠিত হয় এই বৈঠক। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি হোর্হে মেসি। বিস্তারিত পড়ুন...

গভীর রাতে ফেসবুক লাইভে এসে সংসদে বিদ্যুৎ নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন মমতাজ

মমতাজ

মমতাজ বলেন, ‘যখন আমি এমন কথা বলেছিলাম, তখন সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা ভালো ছিল। আমার আসনে শতভাগ বিদ্যুতায়ন করেছি। মানুষ খুশি হয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতি আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। বিস্তারিত পড়ুন...