বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ডুবুরিসহ দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন। ফেনীর বন্যাকবলিত এলাকা থেকে পানিবন্দী মানুষকে উদ্ধার করে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গত বুধবার থেকে ফেনীতে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম এখনো চলমান। উদ্ধার অভিযানে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খুলনার বন্যাকবলিত পাইকগাছা এলাকায় নৌবাহিনীর পৃথক কন্টিনজেন্ট নিয়োজিত রয়েছে। নৌবাহিনীর আরও একটি কন্টিনজেন্ট চট্টগ্রামের মিরসরাই এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া পানিবন্দী মানুষদের শুকনা খাবার, রান্না করা খাবার, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, খাওয়ার স্যালাইন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। বন্যাকবলিত এলাকার গবাদিপশু ও অতিপ্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে।