সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বাংলাদেশের নারীদের জন্য একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
অনুষ্ঠানে নারী শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমের প্রশংসা করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি আশা প্রকাশ করেন, গুণগত শিক্ষা প্রদানের মাধ্যমে নারীর অগ্রযাত্রায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উদ্যোগ অব্যাহত থাকবে।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান বলেন, ‘পুরান ঢাকার নারী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম। যে লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল, তা পূরণে অনেকখানি সফল হয়েছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’
শিক্ষা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান। তিনি বলেন, কেবল শিক্ষাদান নয়, পেশাগত জীবনে প্রবেশের ক্ষেত্রেও এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সব সময় সহযোগিতা করছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহমেদ আবদুল্লাহ জামাল বলেন, বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের আগে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন।