অধ্যাপক আনু মুহাম্মদের এই মুহূর্তে বড় কোনো অস্ত্রোপচার লাগবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনো তাঁর হাসপাতাল ছাড়ার অবস্থা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আনু মুহাম্মদ স্যারের পায়ে আগেই গ্রাফটিং (শরীরের অন্য স্থান থেকে চামড়া নিয়ে ক্ষতস্থানে প্রতিস্থাপন) করা হয়েছে। এই মুহূর্তে বড় কোনো অস্ত্রোপচার লাগছে না। তবে এখনো বাড়িতে যাওয়ার মতো অবস্থা হয়নি তাঁর। শিডিউল অনুযায়ী তাঁর পায়ের ড্রেসিং চলছে। এই চিকিৎসক জানান, আনু মুহাম্মদের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে প্রয়োজনীয় ব্যায়ামের নির্দেশনা দেওয়া হবে।
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদ দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত ২১ এপ্রিল ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তাঁর পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তাঁর বাঁপায়ের পাঁচ আঙুল ও ডান পায়ের একটি আঙুল ক্ষতিগ্রস্থ হয়। চিকিৎসকের বরাত দিয়ে তাঁর পরিবারের সদস্যরা বলেন, স্বাভাবিকভাবে হাঁটা-চলা করতে আরও মাসখানেক সময় লাগতে পারে।
নিজের শারীরিক অবস্থা নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ গত বুধবার প্রথম আলোকে বলেন, তিনি এখনো হাঁটা–চলা করতে পারছেন না। তবে আগের চেয়ে এখন ভালো আছেন।