ট্রেন
ট্রেন

ট্রেনের ১টি টিকিট কাটতে গড়ে ৬০০ জনের চেষ্টা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন ছিল আজ বুধবার। আজ টিকিট বিক্রি শুরুর কিছু সময়ের মধ্যেই নির্ধারিত টিকিট শেষ হয়ে যায়। সকালে প্রথম আধা ঘণ্টায় একেকটি টিকিটের জন্য গড়ে ৬০০ মানুষ চেষ্টা চালিয়েছেন বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

৬ এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয় আজ। সকাল ৮টা থেকে বিক্রি করা হয় রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে) টিকিট। আর বেলা ২টা থেকে বিক্রি হয় পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) টিকিট। দুটি অঞ্চলে বিক্রির জন্য ৩০ হাজার ৮৮৯টি টিকিট ছাড়া হয়।

রেলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ করা প্রায় ১৫ হাজার টিকিট বেলা ২টার আগেই শেষ হয়ে যায়। ওই অঞ্চলে টিকিট বিক্রির প্রথম ১৫ মিনিটেই বিক্রি হয় সাড়ে সাত হাজার টিকিট। সকাল সাড়ে ১০টায় সাড়ে ১৩ হাজার টিকিট বিক্রি হয়।

একইভাবে বেলা ২টার দিকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর প্রথম ১৫ মিনিটে ছয় হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে যায়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিক্রি হয় ১০ হাজারের মতো। সব মিলিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই অঞ্চল মিলে প্রায় ২৫ হাজার টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে। দুই অঞ্চলে বিক্রির জন্য রাখা ছিল ৩০ হাজার ৮৮৯টি টিকিট।

রেলের কর্মকর্তারা বলছেন, যাত্রীদের যে চাহিদা, তাতে প্রতিদিন কমপক্ষে ৪ লাখ টিকিট শুধু ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দরকার। কিন্তু রেলের আন্তনগর ট্রেনের ৩০ হাজারের কিছু বেশি টিকিট প্রতিদিন বিক্রি করা হয়। মেইল, লোকাল ও অন্যান্য ট্রেন মিলে সারা দেশে দেড় লাখ টিকিট বিক্রির জন্য নির্ধারিত আছে।