রাত তখন সোয়া নয়টা বাজে। নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে প্রবেশ করে ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুরগামী উপকূল এক্সপ্রেস ট্রেন। এ সময় হঠাৎই ইট–পাথর আর কাঠের টুকরা এসে পড়তে থাকে ট্রেনের গায়ে। হামলায় কেউ আঘাত না পেলেও ভেঙে যায় ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত ক বগির দুটি জানালার কাচ। তবে এই হামলা সচরাচর ঘটে থাকা পাথর ছোড়ার ঘটনা, নাকি কোনো উদ্দেশ্যমূলক হামলা তা জানা যায়নি।
সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে ঘটে যাওয়া এই হামলার কোনো কারণ খুঁজে পায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। হামলায় কারা জড়িত, তা–ও জানা যায়নি।
সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ৩টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি রাত সোয়া নয়টার দিকে সোনাইমুড়ীর আউটার সিগন্যালে পৌঁছালে চলন্ত ট্রেনের এক দল দুর্বৃত্ত ইট-পাটকেল ও কাঠের টুকরা নিক্ষেপ করে। এতে ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত ক বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়। তবে জানালার পাশে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
জানতে চাইলে চলন্ত ট্রেনে হামলার ঘটনা নিশ্চিত করেন সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনমাস্টার আবু ছায়েদ। তিনি বলেন, চলন্ত ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা তিনিও শুনেছেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।