শুভ সকাল। আজ ৭ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। দেশের অভাবনীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে তিনি এই দায়িত্ব নেন। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন, গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন, গণতন্ত্রে উত্তরণ এবং চলমান পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অর্থনীতিবিদ। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে উল্লেখ করে এ প্রসঙ্গে ভারতীয় দুটি সংবাদমাধ্যমের কথা তুলে ধরেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তাঁর মতে, বাংলাদেশে ইসলামি উগ্রবাদ তৈরি হলে ভারতের যারা উগ্রবাদী রয়েছে, তাদের জন্য সহায়ক হয়। সেই জায়গা থেকে এই অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। বিস্তারিত পড়ুন...
সকাল থেকে টানা ক্লাস। দুপুরে মেলে ঘণ্টাখানেকের বিরতি। মধ্যাহ্নভোজ সারতে ওই সময়টুকুতেই হলের ডাইনিংয়ে ছোটেন শিক্ষার্থীরা। মাসখানেক আগেও পরিস্থিতি এমন ছিল না। ছিল নিম্নমানের রান্না আর ‘জোর করে কুপন কাটানোর’ সংস্কৃতি। শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ে না খেলেও ছাত্রলীগ কর্মীদের চাপে পড়ে কুপন কিনতেই হতো। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শুধু এই পদ্ধতির নয়, খাবারের মানও বদলেছে। প্রতিদিন খাবারের তালিকা বদলাচ্ছে। শিক্ষার্থীরাও নানা স্বাদ চেখে দেখার সুযোগ পাচ্ছেন।বিস্তারিত পড়ুন...
দেশজুড়ে প্রায় টানা চার দিন বৃষ্টি হয়েছে। শনিবার বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমে এসেছে। রোববার সকাল থেকে বৃষ্টি আরও কমে গেছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার জন্য দেশের চার বন্দরকে দেওয়া সতর্কসংকেত রোববার সকাল নয়টার দিকে উঠিয়ে নিতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে। বিস্তারিত পড়ুন...
ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি উত্তেজনাকর অবস্থায় রয়েছে। তাদের মধ্যে একটি শীতল যুদ্ধ চলছে এবং তা ক্রমাগত উত্তপ্ত হওয়ার ঝুঁকিতে আছে। জাতীয়তাবাদকে অপমান করে ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠী একটি বিশেষ ধরনের ইসলামকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে এবং তারা তাদের ইমানি মিশনকে অংশত ইসরায়েলের ধ্বংসের প্রয়োজনীয়তা হিসেবে সংজ্ঞায়িত করেছে। বিস্তারিত পড়ুন...