‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ উপলক্ষে আজ সোমবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত আয়োজকেরা
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ উপলক্ষে আজ সোমবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত আয়োজকেরা

‘আল্পনায় বৈশাখ ১৪৩১’–এ আঁকা হবে ১৪ কিলোমিটার নকশা, লক্ষ্য এবার বিশ্ব রেকর্ড গড়ার

বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আয়োজিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব— ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’। এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আবারও রাজপথ রাঙিয়ে তুলতে প্রস্তুত হয়েছেন শিল্পীরা।

এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় আজ সোমবার এক সংবাদ সম্মেলনে। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কোভিড-১৯–এর বৈশ্বিক মহামারির কারণে গত কয়েক বছর আলপনা উৎসব আয়োজিত না হলেও এবার অষ্টম সংস্করণ নিয়ে স্বরূপে ফিরে এসেছে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’। এবারের বর্ষবরণে দেশজুড়ে বৈশাখের মুগ্ধতা ছড়িয়ে দিতে ঢাকাসহ দেশের মোট তিনটি শহরে ঐতিহ্যবাহী আলপনা আঁকা হবে। স্থানগুলো হলো ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, খুলনার শিববাড়ি মোড় ও কিশোরগঞ্জের মিঠামইন।

আয়োজনটি কিশোরগঞ্জের মিঠামইনে ১২ এপ্রিল শুরু হবে। পরদিন (এপ্রিল ১৩) এ আলপনা অঙ্কন উৎসব খুলনার শিববাড়ি মোড় এবং ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে একযোগে শুরু হবে। এবারের আলপনায় বৈশাখ ১৪৩১-এ কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার আলপনা অঙ্কনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হবে। এর আগে ৬ এপ্রিল ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ছবি উত্তোলনের মাধ্যমে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’–এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আরও উপস্থিত থাকবেন সংসদ সদস্য, নাট্যজন, এশিয়াটিক থ্রি-সিক্সটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর, কো-চেয়ারপারসন সারা যাকের, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ অনেক বিশিষ্টজন।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান, শিল্পী শেখ মনিরুজ্জামান লিটন, এশিয়াটিক থ্রি-সিক্সটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের, এশিয়াটিক ইএক্সপির চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাঈম, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, প্রতিষ্ঠানটির চিফ লিগ্যাল অফিসার জাহরাত আদিব চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী এবং প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার তানজিন ফেরদৌস আলম।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউসহ দেশের বিভিন্ন স্থানে ‘আল্পনায় বৈশাখ’ শীর্ষক আলপনা অঙ্কনের আয়োজন করেছে।