দূর্বত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের লোহাগাড়া থানা ভবন ও উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ দুপুর ১২টায় উপজেলা পরিষদ ভবনে
দূর্বত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের লোহাগাড়া থানা ভবন ও উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ দুপুর ১২টায় উপজেলা পরিষদ ভবনে

উপদেষ্টা ফারুক-ই-আজম

পুলিশ নিয়ে নেতিবাচক ধারণার দায় স্বৈরশাসকের

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘পুলিশের প্রতি দেশের জনগণের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ দোষ পুলিশের নয়, স্বৈরশাসক নিজেদের স্বার্থে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে এ ধারণা তৈরি করেছে। পুলিশ জনগণের শত্রু নয়। দেশের মালিক জনগণ। জনগণকে প্রাপ্য সম্মানটুকু দিন। জনগণ আপনাদের ভালোবাসবে।’

আজ রোববার দুপুর ১২টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের লোহাগাড়া থানা ভবন পরিদর্শনে এসে এ মন্তব্য করেন উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউল আলম, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাছান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে আরও বলেন, ‘বিগত স্বৈরশাসক পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এখন অনেক জায়গায় জনগণ পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকুক। সবাইকে নিয়ে আমরা একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

পরে উপদেষ্টা ফারুক-ই-আজম আগুনে ক্ষতিগ্রস্ত লোহাগাড়া থানার পাশে উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত স্থাপনা দ্রুত সংস্কার করা হবে বলে জানান। এর আগে বেলা ১১টার দিকে উপদেষ্টা ফারুক-ই-আজম উপজেলার আমিরাবাদ দর্জিপাড়া এলাকায় আন্দোলনে নিহত কিশোর ইশমামুল হকের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। পরে ইশমামুলের মা শাহেদা বেগম, বড় ভাই মুহিবুল হক, ছোট ভাই আবু বক্কর এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি শহীদদের পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে জানান।