ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির (২০২৪-২০২৫) নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকের পদসহ ২১টি পদে জিতেছেন আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীরা।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর এই ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মোখলেছুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক হয়েছেন মো. আনোয়ার শাহাদাত।
গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির এই ভোট গ্রহণ হয়। ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ জন আইনজীবী ভোট দেন।
নির্বাচনের ফলাফল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বিজয়ী হয়েছে। আর বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সদস্যপদে দুজন বিজয়ী হয়েছেন।
অবশ্য ঢাকা বারের আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেলের নিরঙ্কুশ বিজয়কে ভোট কারচুপির নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ওমর ফারুক ফারুকী। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যাপক কারচুপির ঘটনা ঘটেছে। ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনে নীল প্যানেলের সদস্যদের মারধর করা হয়েছে। ভোটারদের ভয় দেখিয়ে সাদা প্যানেলের প্রার্থীদের ভোট দিতে বাধ্য করা হয়েছে। এ জন্য সাদা প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। ওমর ফারুক ফারুকী বলেন, ‘এমন ফলাফল প্রত্যাখ্যান করেছে নীল প্যানেল।’
বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারচুপির ভোটের ফলাফল তিনি প্রত্যাখ্যান করছেন।
তবে নীল প্যানেলের এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মোখলেছুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের কারচুপির ঘটনা ঘটেনি। সুষ্ঠু ভোটে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।’
সম্পাদকীয় পদে আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হচ্ছেন জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন।
এ ছাড়া ১০টি সদস্যপদের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ-সমর্থিত হাফিজ আল মামুন, শাহীন আহমেদ, ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আবদুর রহমান মিয়া জয়ী হয়েছেন। আর বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সদস্যপদে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন ও গাজী তানজিল আহমেদ।
ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির (২০২৩-২৪) নির্বাচন বর্জন করেছিল বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকের পদসহ সব কটি পদে বিজয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা।