চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি উদ্ধার হয় বেশ কিছু লুট করা অস্ত্র
চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি উদ্ধার হয় বেশ কিছু লুট করা অস্ত্র

পুলিশের লুট হওয়া বিভিন্ন ধরনের ৮২৬টি অস্ত্র উদ্ধার

শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে ছাত্র–জনতার অভ্যুত্থানকে ঘিরে পুলিশের লুট হওয়া বিভিন্ন ধরনের ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ সোমবার পর্যন্ত এ অস্ত্রগুলো উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক জানান, ৮২৬টি অস্ত্রের সঙ্গে বিভিন্ন ধরনের গোলাবারুদও উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে ২০ হাজার ৭৭৮টি গুলি, কাঁদানে গ্যাসের ১ হাজার ৪৮২টি শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। শেষ তিন দিন (শেখ হাসিনা সরকারের পতনের আগে-পরে) থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়।

এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। থানার নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ৬৩৯ থানার মধ্যে ৯ আগস্ট পর্যন্ত ৩৬১টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়। আর ১৫ আগস্ট থেকে সব থানায় কার্যক্রম চালু হয়। তবে বেশির ভাগ থানায় এখনো সীমিত পরিসরে কার্যক্রম চলছে। এ অবস্থায় ধীরে ধীরে উদ্ধার হচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ।