ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের নিয়ে এ বছর ডেঙ্গুতে ১১০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ৮৯৬ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩৭ জন। আর ঢাকার বাইরে ৩৫৯ জন।
এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৯৮। এর মধ্যে ঢাকায় মোট রোগী ভর্তি হয়েছেন ২০ হাজার ৬০০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৮ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১১০ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৬৫ জন এবং ঢাকা মহানগরের বাইরে বিভিন্ন জেলায় ৪৫ জন।
অক্টোবর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর সর্বোচ্চ। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। এর আগে গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছরে এখন পর্যন্ত ২৫ হাজার ৪১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।