কাকাতো ভাইয়ের মৃত্যু হয়েছিল গতকাল বুধবার। শেষকৃত্য করে বাড়ি থেকে মোটরসাইকেলে শহরের বাসায় ফিরছিলেন কাঞ্চন দেবনাথ (৪৬)। তাঁর সঙ্গে ছিলেন জেঠাতো ভাই সুভাষ দেবনাথ। চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু গোলচত্বর এলাকায় আসতেই ঘটে দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেল ৫টায় চলন্ত ক্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান কাঞ্চন।
নিহত কাঞ্চন দেবনাথ আনোয়ারার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মৃত পুলিন বিহারী নাথের ছেলে। থাকতেন নগরের চকবাজার এলাকার বিএড কলেজ রোডে। মোটরসাইকেলের পেছনে থাকা সুভাষ দেবনাথ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার বিবরণ দিয়ে বাকলিয়া থানার উপপরিদর্শক আশাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, আনোয়ারা থেকে ফিরছিলেন কাঞ্চন। তাঁর মোটরসাইকেলের পেছনে ছিল দ্রুত গতিতে চলা একটি ক্রেন। সামনে ছিল বাস। হঠাৎ ব্রেক ফেল করে পেছন থেকে ধাক্কা দেয় ক্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাঞ্চনের। আহত অবস্থায় সুভাষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাঞ্চনকে হারিয়ে তাঁর স্ত্রী-সন্তানেরা এখন দিশেহারা। তাঁর মামা রঞ্জিত কুমার নাথ প্রথম আলোকে বলেন, কাঞ্চন পেশায় হোমিও চিকিৎসক। তাঁর একার আয়েই সংসার চলত। স্ত্রী বিউটি রানি দেবী এখন স্বামীকে হারিয়ে পাগলপ্রায়। তাঁর ছেলের বয়স ১২, মেয়ের ১০। দুজনই এখন বাবাকে হারিয়ে বাক্রুদ্ধ। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমিজ আহমদ বলেন, ক্রেনটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। ক্রেনের মালিকের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। চালককে ধরার চেষ্টা চলছে।