বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান জেএমবিএফের

বাংলাদেশে সব ধরনের মৃত্যুদণ্ড বিলোপের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সভিত্তিক সংগঠন জাস্টিস মেকারস বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)। মৃত্যুদণ্ডবিরোধী বৈশ্বিক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জেএমবিএফ বিশ্বাস করে, মৃত্যুদণ্ড একটি অপরিবর্তনীয় এবং অমানবিক শাস্তি, একটি ন্যায় ও সভ্য সমাজে যার কোনো স্থান নেই। বাংলাদেশের সংবিধানও নাগরিকের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে, যদিও মৃত্যুদণ্ড এই মৌলিক অধিকারের একেবারেই পরিপন্থী।

জেএমবিএফ বলেছে, বাংলাদেশে বর্তমানে দুই হাজারের বেশি ব্যক্তি মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের মুখে রয়েছেন। মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার দেশটির বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে। বৈশ্বিকভাবে মৃত্যুদণ্ড বিলোপ আন্দোলনের অংশ হিসেবে এই অমানবিক চর্চার বিষয়টি বাংলাদেশের জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনা করা দরকার বলে জোর দিয়ে বলছে জেএমবিএফ।

সংগঠনটি বলছে, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ অন্তত ৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাঁদের বেশির ভাগই ছিলেন চাঞ্চল্যকর হত্যা, সন্ত্রাসবাদ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলার আসামি। যদিও জবরদস্তিমূলক স্বীকারোক্তি আদায়, অপর্যাপ্ত আইনি সুরক্ষা এবং তথ্য পেতে নির্যাতনের অভিযোগসহ বিচারের ন্যায্যতা নিয়ে গুরুতর উদ্বেগ রয়ে গেছে। এ ধরনের চর্চা বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে এবং অন্যায়ভাবে মৃত্যুদণ্ডের ঝুঁকি বাড়ায়।

বিবৃতিতে বাংলাদেশ সরকারকে অবিলম্বে কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জেএমবিএফ। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, মৃত্যুদণ্ড পুরোপুরি বিলোপের অংশ হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ দেওয়া, সাজা হিসেবে মৃত্যুদণ্ড আছে এমন মামলাগুলোর ক্ষেত্রে স্বচ্ছ বিচার ও পর্যাপ্ত আইনি সুরক্ষা প্রদান এবং জবরদস্তি, নির্যাতনসহ অন্যান্য অন্যায্য কর্মকাণ্ড বাদ দেওয়া। এ ছাড়া মৃত্যুদণ্ডের বিকল্প সাজা প্রচলনে ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার করা।