কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি আরও স্মরণীয় ও আনন্দময় হয়ে ওঠে
কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি আরও স্মরণীয় ও আনন্দময় হয়ে ওঠে

কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লায়

বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’ ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবার কেএফসির ৪৩ ও ৪৪তম আউটলেট চালু হলো রাজশাহীর আলুপট্টি মোড় এবং কুমিল্লার কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউতে।

কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি আরও স্মরণীয় ও আনন্দময় হয়ে ওঠে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু ও মজাদার কেএফসির খাবার।

গ্রাহকেরা দুটি দোকানেই ডাইন-ইন, টেক অ্যাওয়ে, কল ফর ডেলিভারি, kfcbd.com ও KFC APP অর্ডারের মাধ্যমে কেএফসির খাবার উপভোগ করতে পারবেন।

ট্রান্সকম ফুডস লিমিটেড যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীন পরিচালিত।