চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি। চট্টগ্রাম, ১৩ এপ্রিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি। চট্টগ্রাম, ১৩ এপ্রিল

চট্টগ্রামে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি

বর্ণিল বাংলা বর্ষবরণের প্রস্তুতি চলছে চট্টগ্রামে। প্রতিবছরের মতো এবারও নগরের একাধিক স্থানে নববর্ষের অনুষ্ঠান হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আগামীকাল রোববার নগরের ডিসি হিল, বাদশা মিয়া সড়কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, সিআরবির শিরীষতলা ও এনায়েত বাজার মহিলা কলেজে বর্ষবরণের অনুষ্ঠান হবে।

চট্টগ্রাম নগরের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নববর্ষবরণের অনুষ্ঠান হবে।

আজ দুপুরে ডিসি হিলে সরেজমিনে দেখা যায়, বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনে মঞ্চ তৈরি করা হচ্ছে। ডিসি হিল ও এর চারপাশে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সিএমপির ডগ স্কোয়াডের কুকুর দিয়ে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে।

সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ চট্টগ্রামের সদস্যসচিব সুচরিত দাশ বলেন, সকাল সাড়ে ছয়টায় নৃত্য পরিবেশনের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে। এরপর দিনব্যাপী নৃত্য, গান, কবিতা আবৃত্তি, জাদু পরিবেশনসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার অনুষ্ঠান শেষ হয়ে যাবে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ডিসি হিলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন। চট্টগ্রাম, ১৩ এপ্রিল

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় নগরের এনায়েত বাজারে মহিলা কলেজ প্রাঙ্গণেও বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল আটটায় এই অনুষ্ঠান শুরু হবে। চলবে বিকেল পর্যন্ত।

নববর্ষ উদ্‌যাপন পরিষদ চট্টগ্রামের বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নগরের সিআরবির শিরীষতলায়। পরিষদের সংগঠক কবি কামরুল হাসান জানান, সিআরবি শিরীষতলায় প্রতিবছরের মতো এবারও ১৩ এপ্রিল বাংলা বর্ষবিদায় এবং ১৪ এপ্রিল নববর্ষবরণের আয়োজন করেছে। সকাল সাতটায় অনুষ্ঠান শুরু হবে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

নববর্ষ উপলক্ষে রোববার সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রা বের হবে বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এই শোভাযাত্রা। এরপর ইনস্টিটিউটের চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘সুনির্দিষ্ট হুমকি নেই’

বর্ষবরণকে ঘিরে অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ শনিবার দুপুরে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরের ডিসি হিল ও সিআরবির শিরীষতলা অনুষ্ঠানস্থল ও এর আশপাশ পরিদর্শন করেন।

ডিসি হিলে পরিদর্শন শেষে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, বন্দরনগরী চট্টগ্রামজুড়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ঈদ ও পয়লা বৈশাখের অনুষ্ঠান কাছাকাছি সময়ে হওয়ায় পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। নববর্ষের অনুষ্ঠান ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। এরপরও যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।