মাকে সন্তানের স্বাভাবিক অভিভাবকত্ব দিতে হবে

অভিভাবকত্বের দাবিতে রাজধানীতে নারী পক্ষের র‌্যালি
ছবি: সংগৃহীত

মা সন্তান জন্ম দিলেও তিনি অভিভাবক হন না। তিনি হন সন্তানের জিম্মাদার। ১৮৯০ সালের অভিভাবকত্ব আইনটি বর্তমান যুগে অচল। তাই আইনটি পরিবর্তন করে মাকে সন্তানের স্বাভাবিক অভিভাবকত্ব দিতে হবে।

রাজধানীর রবীন্দ্র সরোবরে সোমবার আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণাপত্রে এ দাবি জানানো হয়েছে। বেসরকারি সংগঠন নারীপক্ষ নারীর এগিয়ে চলা প্রকল্পের আওতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সন্তানের ওপর মায়ের অভিভাবকত্বের অধিকার প্রতিষ্ঠার দাবি সামনে রেখে এবারের আন্তর্জাতিক নারী দিবস পালন করছে নারীপক্ষ।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ১৩৩ বছরের পুরোনো আইনটি সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। সংবিধানে নারী–পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। তাই শুধু শিক্ষাক্ষেত্রে নয়, অভিভাবকত্ব আইনে মা ও বাবাকে সমান অধিকার দিতে হবে।

অনুষ্ঠানে জামালপুর, সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার গারো ও হাজং নারীসহ অন্য নারীরা গান ও নাচ পরিবেশন করেন। তাঁরা বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিষয়ে নাটিকায় অংশ নেন। পড়ে শোনান নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিখ্যাত নারীদের জীবনী। তাঁদের নিয়ে ফ্যাশন শোরও আয়োজন করা হয়।