দুর্নীতি দমন কমিশন
দুর্নীতি দমন কমিশন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

দুই সাবেক এমপি, পুলিশ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. সাইফুজ্জামান (শেখর), তাঁর স্ত্রী সিমা রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই ধরনের অভিযোগে গাইবান্ধা–৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধেও দুদক মামলা করেছে। মঙ্গলবার এসব মামলা করা হয়।

মঙ্গলবার দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতা অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫২১ টাকা সম্পদ অর্জন করেছেন সাইফুজ্জামান। তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক সাতটি ব্যাংক হিসাবে ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

দুদকের এই কর্মকর্তা বলেন, সিমা রহমান তাঁর স্বামী সাইফুজ্জামানের ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

দুদক সূত্র জানায়, সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত ছয় কোটি ১০ লাখ পাঁচ হাজার ৬৬৮ টাকা সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর নিজ ও ব্যবসায়িক সাতটি ব্যাংক হিসাবে ৪০ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯৮৫ টাকা লেনদেন করেছেন।

এদিকে পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ৪০ লাখ চার হাজার ৯৫৮ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলায় বলা হয়েছে, ফরিদপুরের সাবেক পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শাহজাহান সরকারি কর্মকর্তা হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন।