বিভিন্ন প্রজন্মের শিল্পীর চিত্রকর্ম নিয়ে রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ‘এসকেপস’ প্রদর্শনী
বিভিন্ন প্রজন্মের শিল্পীর চিত্রকর্ম নিয়ে রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ‘এসকেপস’ প্রদর্শনী

কয়েক প্রজন্মের শিল্পীর চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে ‘এসকেপস’ প্রদর্শনী

দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে ‘এসকেপস’ প্রদর্শনী। আজ শুক্রবার রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে অবস্থিত গ্যালারি কায়ায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে শিল্পী হামিদুজ্জামান খানের আঁকা ‘একটি দিনের শেষ’ ও ‘উপকূলের জীবন’ ছবিগুলো আঁকা হয়েছে অ্যাক্রিলিক মাধ্যমে। শিল্পী চন্দ্রশেখর দের ‘প্রাচীন সৌন্দর্য’ বা ‘বাংলাদেশের নদীপথ’-এর মতো ছবিগুলো আঁকা জলরঙে।

শিল্পী জামাল আহমেদের আঁকা ‘জেলে’ ছবিটি চারকোল মাধ্যমেই বেশি যেন বাঙ্‌ময়। ছবিতে দেখা যায়, নৌকা আর কাঁধে জাল নিয়ে এগিয়ে চলেছেন তিন জেলে। সবটাই সাদার ওপর চারকোলের কালো আভায় আঁকা। তবে শিল্পীর মাছ ধরার দ্বিতীয় ছবিটি দর্শকের নজর কাড়বে অ্যাক্রিলিক মাধ্যমে গতির প্রকাশ দেখে।  

প্রদর্শনীতে স্থান পেয়েছে ২২ শিল্পীর আঁকা ৬২টি ছবি। এসব ছবিতে ফুটে উঠেছে নদী ও জেলে থেকে মেঘমেদুর আকাশ বা উড়ে যাওয়া পাখির কথা। শিল্পী আহমেদ শামসুদ্দোহার আঁকা ‘ল্যান্ড অব শ্রিম্প’ ছবিতে বোঝা যাচ্ছে লোনাপানিতে ক্ষয়ে যাওয়া ভূমির দৃশ্য। আনিসুজ্জামানের আঁকা ‘ডাস্ক’ ছবিতে সবুজ রং ব্যবহৃত হলেও শিল্পী যে বিষণ্নতা বোঝাতে চেয়েছেন, তা ফুটে উঠেছে ।

প্রদর্শনী চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে সবার জন্য।